গাজায় গণহত্যা বন্ধ না হলে যুদ্ধের বিস্তার অনিবার্য হয়ে পড়বে: ইরান

ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না কররলে গাজা যুদ্ধের বিস্তার কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

শুক্রবার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তৃতীয় চানেলের মাধ্যমে ইরান মার্কিন সরকারকে এই বার্তা দিয়েছে যে, গাজা যুদ্ধের এর চেয়ে বেশি বিস্তার হোক তা তেহরান চায় না।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস দূতাবাসের মাধ্যমে ইরান ও মার্কিন সরকারের মধ্যে কয়েকবার বার্তা বিনিময় হয়েছে। মার্কিনীদের বক্তব্যের জবাবে আমরা বলেছি, ইরান এ যুদ্ধের বিস্তার চায় না। কিন্তু আমেরিকা ও ইসরাইল মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে নীতি অনুসরণ করছে, তাতে তারা যদি পশ্চিম তীর ও গাজাবাসীর বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধ না করে তাহলে যেকোনো কিছু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে একটি বিশাল আকারের যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনীরা গত তিন দিন আগে আমাদের একটি বার্তা দিয়ে দাবি করেছে, তারা গাজায় যুদ্ধবিরতি চায় এবং এ লক্ষ্যে তারা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু তারা মুখে যখন একথা বলছে তখন বাস্তবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং তারা গাজাবাসীর ওপর গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.