ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের চালানো বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতি সমর্থন দিয়ে আমেরিকা এই যুদ্ধকে বাড়িয়ে তুলেছে।
জেনেভায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক ইগারের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। খবর- পার্সটুডে
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল যুদ্ধে যে বর্বরতা দেখিয়েছে তাতে হামাসকে আরো বেশি প্রতিরোধের ব্যাপারে দৃঢ় প্রত্যয় করে তুলেছে। যুদ্ধে যে সমস্ত মানুষ বন্দী হয়েছে তাদের মুক্তির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধা সৃষ্টি করছে ইসরাইলি আগ্রাসন।
হামাসের পক্ষ থেকে কয়েকজন বেসামরিক ব্যক্তির মুক্তির বিষয়টি উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, হামাস বারবার বন্দি বিনিময়ের ব্যাপারে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করলেও ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে। ফলে এখন পর্যন্ত বন্দি বিনিময় সম্ভব হয়নি। ফিলিস্তিনের সংগঠনগুলো যে লড়াই করছে তা মূলত মুক্তির লড়াই।
বৈঠকে রেডক্রসের প্রধান এই সংস্থার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। গাজা পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, তারা এই পরিস্থিতিতে চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার এবং মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছেন। বিদ্যমান পরিস্থিতিতে গাজার জনদুর্ভোগ নিরসনের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.