লোহিত সাগরে ইসরাইলের জাহাজকে টার্গেট করা হবে

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তাদের বাহিনী ইসরাইলের ওপর আরো হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের এক মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে হুথি আন্দোলন এই ঘোষণা দিল। খবর- পার্সটুডে

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরাইলের বিভিন্ন অবস্থানে হুথি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে হুথিরা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে ব্যাপকভিত্তিক যুদ্ধ করছে। হুথি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা এবং বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন রয়েছে। হুথিরা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে।

হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, আমাদের চোখ সবসময় লোহিত সাগরে বিশেষ করে বাব আল-মান্দেব ও ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় ইসরাইলের জাহাজ খুঁজে ফিরবে। তার এই বক্তব্য ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচার করা হয়।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তখন থেকে লোহিত সাগরে মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.