যমুনা ব্যাংক পিএলসি এবং থাইল্যাণ্ডের ভেজথানি হাসপাতালের মধ্যে রবিবার (১২ নভেম্বর) যমুনা ব্যাংক কর্পোরেট ভবনে একটি পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. আতিকুর রহমান এবং ভেজথানি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মারিয়া ঝিগুনোভা (মাশা) এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার জনি মে জাভা-সারডন, তাদের নিজস্ব কোম্পানির পক্ষে কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের অধীনে, যমুনা ব্যাংকের সকল ক্রেডিট কার্ডের গ্রাহক ভেজথানি হাসপাতাল থেকে সমস্ত আউটডোর এবং ইনডোর মেডিকেল পরীক্ষার উপর ২০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এ সময় যমুনা ব্যাংক এবং ভেজথানি হাসপাতালের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.