বিএনপির ডাকা পঞ্চম ধাপের অবরোধে মতিঝিলের ব্যাংকগুলোয় উপস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেবা গ্রহীতার হার কিছুটা কম। বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংগুলো নিয়মিত কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়।
মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান ভবনের নিচতলার লোকাল শাখায় লাইন ধরে গ্রাহকদের সেবা নিতে দেখা যায়। অপেক্ষমাণ গ্রাহকের সংখ্যাও ছিল সাধারণ।
এই ব্যাংকের এক কর্মকর্তা জানান, তাদের শাখায় স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন হচ্ছে। যদিও সাধারণ কর্মদিবসের তুলনায় সেবা গ্রহীতার উপস্থিতি কম।
মিরপুর থেকে নভিন আহমেদ নামের একজন গ্রাহক এসেছেন মতিঝিলের সোনালী ব্যাংকের এ শাখায়। তিনি বলেন, জরুরি কাজে চলমান অবরোধের মধ্যেই মতিঝিল এসেছেন তিনি। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম। মোটরসাইকেলে চড়ে তিনি এ এলাকায় এসেছেন। ব্যাংকে এসে দেখেন গ্রাহক কিছুটা কম। নিজের কাজটি তাই দ্রুত শেষ করতে পেরেছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কাজও স্বাভাবিক চলছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হওয়ায় এখানে সাধারণ গ্রাহকের সংখ্যা কম। বিএনপির অবরোধের এ প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, স্টাফ বাসে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন।
অর্থসূচক/এমএইচ/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.