ডলারের চাহিদা বর্তমানে তুঙ্গে। এর ফলে হঠাৎ করে দামের ওঠানামা করছে। বাড়তি দর দিয়েও অনেকে ডলার পাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, পল্টন ও মতিঝিল এলাকার মানি চেঞ্জারগুলো থেকে প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২৩ থেকে ১২৫ টাকা। কয়েকদিন আগেও যা প্রায় ১২৭ টাকায় ঠেকেছিলো। আর চলতি বছরের শুরুতে প্রতি ডলারের দর ছিলো ১১০ টাকা।
ব্যাংকের পাশাপাশি খোলা বাজারের জন্যও বাফেদা-এবিবি ডলারের দর নির্ধারণ করে দিয়েছে। তবে সেই দরে ডলার মিলছে না মানি চেঞ্জারগুলোতে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানি চেঞ্জারগুলোর জন্য নিয়মিত ডলারের দর নির্ধারণ করে দিচ্ছে। এরপরও গত দুই দিনে আনুষ্ঠানিকভাবেই সংগঠনের সদস্য মানি চেঞ্জারগুলোর মধ্যে ডলারের দরে অনেক পার্থক্য দেখা যায়। এর বাইর গত কয়েক দিন ধরেই ডলার দরে বেশ ওঠা নামা করছে। হঠাৎ করেই বাড়ছে ডলারের দাম, আবার অল্প কয়েকদিনের ব্যবধানে কমে যাচ্ছে।
এরআগে গত রোববার দুই দফায় ডলারের দর বেঁধে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে; দুপুরের পর দ্বিতীয় দফায় দর তিন টাকা বাড়িয়ে বিক্রয় দর করা হয় সর্বোচ্চ ১১৮ টাকা ৫০ পয়সা। সেদিন ক্রয় দর ঠিক করে দেওয়া হয় ১১৭ টাকা।
সোমবার সকালে সেই দর আরও কমিয়ে বৃহস্পতিবারের দরে ফিরিয়ে আনে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। সোমবার ১১৭ টাকায় বিক্রি ও ১১৫ টাকা ৫০ পয়সা দরে কেনার নির্দেশনা দেওয়া। তবে ওই দরে কেনাবেচা হয়নি বেশিক্ষণ।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.