১৯৬২ সালে নির্মিত ‘ফেরারি ২৫০ জিটিও’ মডেলের একটি গাড়ি সোমবার নিলামে পাঁচ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ডলার বা ৫৭২ কোটি টাকায় বিক্রি হয়েছে৷ ফলে নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে দামি গাড়ি হচ্ছে এটি৷
গতবছর ১৯৫৫ সালে তৈরি মার্সেডিজের ‘৩০০ এসএলআর উলেনহাউট কুপে’ মডেলের একটি গাড়ি নিলামে এক হাজার ৫৯৩ কোটি টাকায় বিক্রি হয়৷ এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি গাড়ি৷
ফেরারির গাড়িটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হয়৷ নিলাম প্রতিষ্ঠান সদবিস এই নিলামের আয়োজন করেছিল৷ ইতালির গাড়ি নির্মাতা ফেরারি ২৫০ জিটিও মডেলের মাত্র ৩৬টি গাড়ি তৈরি করেছিল৷ নিলামে বিক্রি হওয়া গাড়িটি তার মধ্যে একটি৷ গাড়িটি প্রথমে রেসিংয়ের জন্য তৈরি করা হয়েছিল৷ পরে রাস্তায় চলার উপযোগী করে যুক্তরাষ্ট্রে একজনের কাছে বিক্রি করা হয়৷ এরপর আরও কয়েকবার গাড়িটির মালিকানা পরিবর্তিত হয়েছিল৷
সোমবার গাড়িটি কে কিনেছেন তার পরিচয় প্রকাশ করা হয়নি৷ ১৯৬০-এর দশকে ফেরারি ২৫০ জিটিও এবং ফোর্ডের জিটি৪০ মডেলের গাড়ির মধ্যে প্রতিযোগিতা কিংবদন্তির রূপ পেয়েছিল৷ এছাড়া হলিউডের জনপ্রিয় ‘ফেরিস বিউলারস ডে অফ’ মুভিতেও ২৫০ জিটিও মডেলের গাড়ি দেখানো হয়েছিল৷
এসব কারণে ফেরারি ২৫০ জিটিও মডেলের গাড়ির এত চাহিদা৷ নিলাম ছাড়াও ব্যক্তিগত পর্যায়েও এই মডেলের গাড়ি বেচাকেনা হয়ে থাকে৷ সেখানে দাম ছয় থেকে সাত কোটি ডলার উঠে থাকে৷
এদিকে, মার্সেডিজের ‘৩০০ এসএলআর উলেনহাউট কুপে’ মডেলের একটি গাড়ি মোটর রেসিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘটনার সঙ্গে জড়িত ছিল৷ ফ্রান্সের ল্য মঁ শহরে ১৯৫৫ সালে অনুষ্ঠিত ‘২৪ আওয়ার্স অফ ল্য মঁ’ প্রতিযোগিতায় এক দুর্ঘটনায় ১০০-র বেশি দর্শক মারা গিয়েছিলেন৷
উলেনহাউট কুপে মডেলের মাত্র দুটি গাড়ি রাস্তায় চলার উপযোগী করে তৈরি করেছিল মার্সেডিজ৷ কিন্তু রেসিং প্রতিযোগিতায় দুর্ঘটনার পর এগুলো বিক্রি করা হয়নি৷ গতবছর ঐ দুই গাড়িরই একটি নিলামে বিক্রি করে মার্সেডিজ৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি
অর্থসূচক/এএইচআর