বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্য দলগুলোর মতো মোট ৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও মোট পাঁচটি ম্যাচে হেরেছে বাবর আজমের দল। দেশে ফিরতে না ফিরতেই অবশ্য সাবেক ক্রিকেটার এবং সমালোচকদের রোষানলে পড়েছে দলটি। কারণ লম্বা সময় ধরে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে আছেন বাবর আজম। যদিও বৈশ্বিক আসরগুলোতে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি।
তাই তার অধিনায়কত্বে হতাশ শহিদ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘আমি বাবরের ভক্ত। সে অনেক বড় ক্রিকেটার। আমার কাছে সে ছোট ভাইয়ের মতো। আমি চাইছিলাম বাবর যাতে সেরা অধিনায়কদের মাঝে থাকে। সে চার বছর ধরে অধিনায়ক, কখনো তার মাথায় তরবারি ধরা হয়নি। আমরা ভেবেছিলাম তিন-চার বছরে সে অনেক ভালোভাবেই সব শিখে নিজে দায়িত্ব নিতে শিখবে। কিন্তু এটা হয়নি।’
তিনি আরও বলেন,‘সে এই সময়ের ভেতর তেমন উন্নতি করতে পারেনি এবং নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমরা বিশ্বকাপে অনেক ভুল দেখেছি তার মাঝে। নেতার গুণই হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে আগানো। সে কখনো একজন কিংবা দুইজন যারা ভালো করছে তাদের নিয়ে আগাতে পারবে না। তার অন্তত ৮-৯ জন ভালো ক্রিকেটার দরকার যাদের সিদ্ধান্ত সে কাজে লাগাতে পারে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.