রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।
মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে বলে জানান তিনি।
এদিকে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ রবিবার সকাল থেকে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.