প্রধানমন্ত্রী নরসিংদী যাচ্ছেন আজ

দীর্ঘ ১৯ বছর পর আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি এশিয়ার সবচেয়ে বড় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব মো. নুর এলাহি মিনা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন শেষে নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, রোববার বেলা ১১টার দিকে সার কারখানায় কর্মসূচি শুরু হবে। দুপুর ১২টায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প কারখানা পরিদর্শন করবেন এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন সরকারপ্রধান। এদিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা থাকার কথা রয়েছে।

নরসিংদীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ১৯ বছর পর যাচ্ছেন। সর্বশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.