ধারাভাষ্যে আসতে পারেন তামিম

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই তামিম ইকবালের। মাঠের ক্রিকেটে আর না ফিরলে ধারাভাষ্যে যেতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেটা হতে পারে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই।

২০২২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার টেলিভিশনে ধারাভাষ্য দিতে দেখা যায় তামিমকে। সেবার মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন তিনি। তবে প্লে-অফে উঠতে পারেনি তার দল। বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচের দিন মিরপুরে এসেছিলেন তামিম। বোর্ড মিটিংয়ে আসলেও এক ফাঁকে চট্টগ্রাম ও খুলনার ম্যাচের সময় ধারাভাষ্য কক্ষে দেখা যায় বাঁহাতি এই ওপেনারকে। প্রথমে এড রেইন্সফোর্ড, পরে আথার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দিয়েছিলেন। সেসময় তামিমের প্রশংসা করেছিলেন আথার। সেদিন ধারাভাষ্য দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তামিম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছিলেনম, ‘হয়তো ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে (ধারাভাষ্যে আসবেন কিনা)। তবে এ মুহুর্তে চিন্তা-ভাবনা নাই।’ এবার ধারাভাষ্যে আসার কথা নিজে থেকেই জানালেন তামিম। এক অনুষ্ঠানের সময় জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাকে ধারাভাষ্যে দেখা যেতে পারে।

এবারের ওয়ানডে বিশ্বকাপেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তবে যাওয়া হয়নি বাঁহাতি এই ওপেনারের। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার মনে হয় না, আমি কোচিং পেশায় আসবো। তবে ধারাভাষ্য আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করবো।’

সেটা কতদিন চালিয়ে যাবেন সেটা নির্ভর করবে তিনি কতটা উপভোগ করছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমি এটা করব। তারপর আসলে দেখবো আমি উপভোগ করছি নাকি করছি না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.