যুক্তরাষ্ট্রে নাগরিকদের ক্রেডিট কার্ডে রেকর্ড ঋণ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ঋণ নতুন উচ্চতায় উঠেছে। বছরের তৃতীয় প্রান্তিকে ক্রেডিট কার্ডের ঋণ ১ লাখ ৮ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। এ সময় ক্রেডিট কার্ডের ব্যালান্স রেকর্ড ৪ হাজার ৮০০ কোটি ডলার বেড়েছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এই তথ্য জানিয়েছে।

সিএনএনের সংবাদে বলা হয়েছে, বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মানুষের ক্রেডিট কার্ডের ব্যালান্স বা স্থিতি ৪ হাজার ৮০০ কোটি ডলার বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ১৫ হাজার ৪০০ কোটি ডলার। ক্রেডিট কার্ডের ঋণ বৃদ্ধির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের পারিবারিক ঋণ ১৭ লাখ ২৯ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে; দ্বিতীয় প্রান্তিকে যা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ফেড প্রায় দুই বছর ধরে নীতি সুদহার বাড়াচ্ছে; নীতি সুদহার এখন সর্বোচ্চ। তার মধ্যেই দেশটির মানুষের ঋণ এতটা বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে দেড় বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যদিও সম্প্রতি তার হার খানিকটা কমে এসেছে। তা সত্ত্বেও ঋণ পরিশোধ করা মানুষের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বিপুলসংখ্যক পরিবার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়ে পড়ছে।

গবেষণা প্রতিষ্ঠান ব্যাংকরেটের জ্যেষ্ঠ বিশ্লেষক টেড রসম্যান সিএনএনকে বলেন, গাড়ি কেনা বাবদ বন্ধকি ঋণ খেলাপির হার এখন আর্থিক সংকটকালের চেয়েও বেশি, সে জন্য গাড়ির দাম বেড়েছে। এ ছাড়া আগের চেয়ে বেশি মানুষ এখন দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। তবে এই পরিস্থিতিকে কিছুটা অস্বাভাবিক বলে মনে করছে ফেডারেল রিজার্ভ।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার এখন অনেক কম, শ্রমবাজার চাঙা, ফলে মানুষের এভাবে ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ না করার প্রবণতার কারণ ঠিক স্পষ্ট নয়। কারণ অনুসন্ধানে ভবিষ্যতে আরও তদন্ত করার কথা জানিয়ে ফেড বলেছে, মানুষের জীবনযাত্রার ধরনে পরিবর্তন আসছে। তাই মানুষ হয়তো সাধ্যাতীত জীবন যাপন করছে অথবা বিষয়টি প্রকৃত আর্থিক চাপের লক্ষণও হতে পারে।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.