রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার চাপা পরে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি প্রাইভেটকারের ভেতরে আটকে পড়েছিলেন। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
নিহতের (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে কাভার্ডভ্যানের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.