বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ আজ বুধবার (৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে ‘মিথ্যা অপরাধে’ বিভিন্ন শ্রমিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা সকল ফৌজদারি মামলার তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিকদেরকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বিবৃতিতে বলা হয়—মার্কিন যুক্তরাষ্ট্র ন্যূনতম মজুরি নিয়ে প্রতিবাদে বাংলাদেশে শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমের অপরাধীকরণের নিন্দা করেছে। গত সপ্তাহে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। উপরন্তু, আমরা ৩২ বছর বয়সী ইমরান হোসেনের ক্ষতির জন্য শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভিতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গিয়েছিলেন। আমরা তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
শ্রমিক ও ট্রেড ইউনিয়নের চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার জন্য।
আমরা প্রাইভেট সেক্টরের সদস্যদের প্রশংসা করি যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়াকে ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে যাতে এটি শ্রমিক এবং তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন হয় তা নিশ্চিত করতে।
সরকারগুলিকে নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতির ভয় ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর কষাকষির অধিকার প্রয়োগ করতে সক্ষম। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেক, দেশে বিরাজমান উচ্চমূল্যস্ফীতির আবহে নিজেদের বেতন বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। বল প্রয়োগের মাধ্যমে এই আন্দোলনকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এর মধ্যে মঙ্গলবার সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যুনতম মজুরি কাঠামো ঘোষণ করে। এতে ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ হাজার টাকা। শ্রমিকরা এটি প্রত্যাখান করে ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার প্রচণ্ড বিক্ষোভ শুরু করে। ওই বিক্ষোভে পুলিশ গুলি চালালে শ্রমিক নিহত হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.