ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে সরে গেল আল-রাজি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংককিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে গেল সৌদি আরবের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আল-রাজি কোং ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। কোম্পানিটি তার কাছে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। আর এ কারণে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে তাদের মনোনীত পরিচালক ইউসিফ আবদুল্লাহকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, আল-রাজি কোং ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৯৯ লাখ শেয়ারের মালিক ছিল, যা ব্যাংকটির মোট শেয়ারের ৯ দশমিক ৯৩ শতাংশ।

এর আগে ইসলামী ধারার এই ব্যাংকটির শেয়ার ছেড়ে দিয়ে পরিচালনা পর্ষদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

এরপর সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির কাছে ৩২ লাখের বেশি শেয়ার ছিল, যা প্রায় ১০৯ কোটি টাকায় বিক্রি করা হয়েছিলো।

এর কয়েক দিন পর সৌদি বিনিয়োগকারী আরাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি বোর্ড থেকে তাদের ডিরেক্টরশিপ প্রত্যাহার করে নেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.