দেশে ফিরলেন সাকিব-লিটন

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের একটি বিমানে দেশে ফেরেন সাকিব। এদিকে টাইগার অধিনায়কের সঙ্গে দেশে ফিরেছেন ডানহাতি ওপেনার লিটন দাসও। তিনি সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগেই তার ভারতে ফেরার কথা রয়েছে।

লিটন অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেননি। তিনি আউট হয়েছেন ২২ বলে ২৩ রান করে। এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ২৪৮ রান করেছেন তিনি। গড় ৩১ আর স্ট্রাইক রেট ৮০.২৬। বিশ্বকাপে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি ভারতের বিপক্ষে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ বলে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি।

এদিকে সাকিবের বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। এরই মধ্যে সাকিবের বদলি হিসেবে বাংলাদেশ দলে বিজয়কে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.