বাংলাদেশ সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপে সেমির দৌড়ে নিউজিল্যান্ড টিকে থাকলেও ছিটকে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক পরপরই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। এরইমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রাচিন। আট ম্যাচে তার সংগ্রহ ৫২৩ রান। করেছেন তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে তিন সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি।

টিম সাউদিকে অধিনায়ক করে দুই টেস্টের দলে রয়েছেন কেইন উইলিয়ামসনও। নিউজিল্যান্ড দলের নির্বাচক স্যাম ওয়েলসও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা এমন একটা দল সাজিয়েছি, যারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আজাজ, ইশ, মিচ, গ্লেন ও রাচিন, ওদের মধ্যে আমরা ভালো একটা স্পিন আক্রমণ পাচ্ছি। বৈচিত্র্যও আছে যথেষ্ট। আশা করি, সিরিজের বিভিন্ন সময় ওরা কার্যকর ভূমিকা পালন করবে।’

২৮ নভেম্বর সিলেটে শুরু হওয়া টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এ সফর। শেষ হবে মিরপুরে। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ড দল

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.