সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (সাফ) বা টেকসই এভিয়েশন জ্বালানী ব্যবহার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস। ২৪ অক্টোবর প্রথম ফ্লাইট (ইকে ৪১২) দুবাই-সিডনী রুটে পরিচালনা করে এইয়ারলাইনটি।
এমিরেটসের দুবাই হাবে শেল এভিয়েশন সম্প্রতি ৩১৫,০০০ গ্যালন টেকসই এভিয়েশন জ্বালানী সরবরাহ করে। ৪০ শতাংশ সাফ এবং ৬০ শতাংশ সাধারণ জেট-ওয়ান জালানীর মিশ্রনে তৈরি হয় এই জ্বালানী। এই মিশ্রিত জালানীটির রাসায়নিক গুনাগুন প্রচলিত জেট ফুয়েলের মতোই। এর ফলে জ্বালানীটি এমিরেটসের সকল উড়োজাহাজের ইঞ্জিনে এবং দুবাইয়ের বর্তমান জ্বালানী অবকাঠামোতে কোন পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যাচ্ছে।
নীট বা অমিশ্রিত সাফ প্রচলিত জেট জ্বালানীর তুলনায় ৮০ শতাংশ কম গ্রীনহাউজ গ্যাস নির্গমন করে। এমিরেটস চলতি বছরের জানুয়ারী মাসে দুবাই থেকে শতভাগ সাফের সাহায্যে এতদাঞ্চলের প্রথম ডেমোনট্রেশন ফ্লাইট পরিচালনা করে। এয়ারলাইনটি ২০১৭ সালে টেকসই এভিয়েশন জ্বালানী ব্যবহার শুরু করে। তখন থেকেই এমিরেটস স্টকহোম, প্যারিস, লিওন এবং অসলো থেকে পরিচালিত ফ্লাইটগুলোতে ব্লেন্ডেড সাফ ব্যবহার করে আসছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.