চুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে পেশাজীবী সফটওয়্যার প্রকৌশলীদের অংশগ্রহণে ‘‘মাস্টারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট: প্রুভেন স্ট্রেটিজি অ্যান্ড টেকনিক” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে উক্ত ওয়েবিনারে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। মানসম্পন্ন সফটওয়্যার প্রোডাক্ট তৈরী করতে যে সকল গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হয় সে বিষয়ে সফটওয়্যার প্রকৌশলীগণ ওয়েবিনারে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ.এইচ.এম. আশফাক হাবীবের সভাপতিত্বে উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষক মীর মু. সাক্বী কাওসারের সার্বিক তত্ত্ববধানের উক্ত ওয়েবিনারে উপস্থিত ছিলেন সফটরবোটিক্স বাংলাদেশ লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার রাজীব দেব, সেফালো বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আরমান উল ইসলাম, সফটরবোটিক্স বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যথাক্রমে এ.এইচ.এম. তারেক, মো. নাজমুল ইসলাম, রিফাত সাইমুন রিয়েন্ট এবং মো. আরাফাত উদ্দীন। জুম লিংকে ১৩০ জন সমপনী বর্ষের শিক্ষার্থদের অংশগ্রহণে উক্ত ওয়েবিনার পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মৌমিতা সেন শর্মা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীরা এই ওয়েবিনারের মাধ্যমে চলমান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে তত্ত্বীয় জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের সমন্বয় করার সুযোগ পাবে। ফলে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটির কার্যকারিতা এবং পেশাগত জীবনে এটির গুরুত্ব অনুধাবন করতে পারবে।”
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.