খান ব্রাদার্সের ওভেন ব্যাগে আছে কী?

এক মাসে শেয়ারের দাম দ্বিগুণ

পুঁজিবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধির অস্বাভাবিক রেসে সামিল হয়েছে বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। এক মাসেরও কম সময়ের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে টানা কয়েক বছর ধরে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ারের মূল্য। অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির পেছনে কারসাজি থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত অক্টোবর মাসের ৮ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দাম ছিল ২৫ টাকা ৬০ পয়সা। আজ সোমবার (৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সা। এক মাসেরও কম সময়ের ব্যবধানে কোম্পানিটির শেযারের দাম বেড়েছে ৮৮ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে গত দিন দিনে শেয়ারটির দাম বেড়েছে ৩১ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে প্রতিদিনই শেয়ারটির দাম প্রায় ১০ শতাংশ করে বেড়ে সার্কিটব্রেকার স্পর্শ করেছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড পিপি ওভেন ব্যাগ (Polypropylene Woven Bags) উৎপাদন করে থাকে, যা মূলত প্লাস্টিক জাতীয় পণ্য।

কোম্পানিটি ২০১৪ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ। মোট শেয়ারের মাত্র ৩০ দশমিক ১৩ শতাংশ আছে উদ্যোক্তাদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার। বাকী ৫০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

গত ৫ বছরে কোম্পানিটির আর্থিক অবস্থা ক্রমাগত নিম্নমুখী হয়েছে। ডিএসইর তথ্য অনুসারে, ২০১৮ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছির ৭২ পয়সা, যা পরের বছর কমে ২৫ পয়সা হয়। এর পরের বছর কোম্পানিটি শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান দেয়। আর ২০২১ সালে লোকসান দেয় ১৫ পয়সা। পরের বছর শেয়ার প্রতি লোকসান বেড়ে দাঁড়ায় ১৮ পয়সা।

তালিকাভুক্তির পর প্রথম ৪ বছরে কোনো নগদ লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। পরের তিন বছর লভ্যাংশ দিলেও এর হার ছিল মাত্র ২ শতাংশ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.