লংকাবাংলা সিকিউরিটিজের সঙ্গে সিআইইউ’র চুক্তি

চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে “ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব” প্রতিষ্ঠার লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, সিআইইউ (CIU) বিজনেস স্কুলের ডিন লংকাবাংলা সিকিউরিটিজের চীফ এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম রিজিওনের প্রধান এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণ।

ক্যাপিটাল মার্কেটের শিক্ষা এবং নলেজ বেসড ইনভেস্টমেন্ট প্রচারের প্রচেষ্টার অংশ হিসেবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ একটি “ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব” প্রদান করবে যার সাথে থাকবে আই ব্রোকার (iBroker), ট্রেড এক্সপ্রেস (TradeXpress) এবং ফাইনান্সিয়াল পোর্টালের (Financial Portal) ডিজিটাল প্ল্যাটফর্ম।

সমস্ত লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল প্ল্যাটফর্মের অফলাইন এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনও জায়গা থেকে এবং যে কোনও ডিভাইস থেকে তাদের নিজস্ব সময়ে এবং সুবিধামত এই সমস্ত ডিজিটাল সুবিধাগুলি ব্যবহার করতে সক্ষম হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জগতে তাদের জ্ঞান প্রয়োগ করার একটি মূল্যবান সুযোগ লাভ করবে।

উক্ত অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের চীফ এক্সিকিউটিভ অফিসার খন্দকার সাফ্ফাত রেজা বক্তব্য দেন। তিনি বলেন, লংকাবাংলা সিকিউরিটিজ দৃঢ়ভাবে বিশ্বাস করে – বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিদের ক্ষমতায়ন, তাদের আর্থিক লক্ষ্য অর্জন সম্ভব। সিআইইউ’র সাথে এই অংশীদারিত্ব আমাদের নতুন প্রজন্মের নতুন প্রজন্মের নলেজ বেসড ইনভেস্টর গড়ে তোলার লক্ষ্যের গতিকে আরও ত্বরান্বিত করবে।

এছাড়াও বক্তব্য রাখেন লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম রিজিওনের প্রধান মোঃ আমির হোসেন। তিনি বলেন,”ডিজিটাল ফিনান্সিয়াল ট্রেডিং ল্যাব”-এর যাত্রা সূচনার মাধ্যমে একটি ভবিষ্যত প্রজন্মের বিনিয়োগকারী এবং ক্যাপিটাল মার্কেট প্রফেশনাল তৈরি করার একটি পথ তৈরি করবে যারা এই ইন্ডাস্ট্রির দিগন্তকে বিস্তৃত করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

পরিশেষে, এই সকল তরুণ মনকে গাইড করার চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের ও ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি এর মধ্যে পারস্পরিক সমৃদ্ধিমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড আবারও সিআইইউকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রি এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির মধ্যে একটি অনন্য পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি হলো।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.