গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে ব্রিক্সভুক্ত দেশকে ইরানের চিঠি

অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান পাশবিক হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো আলাদা আলাদা বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তিনি গাজার নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর ইসরাইল সরকারের চলমান পাশবিকতায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। ইসরাইলের এই অপরাধযজ্ঞ বন্ধ করতে ‘কার্যকর, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার জন্য ব্রিক্সের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ইসরাইলি নেতাদের বিচারের ব্যবস্থা করতে হবে। খবর- পার্সটুডে

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান হামাস। আল-আকসা তুফান নামক ওই অভিযানে অন্তত ১ হাজার ৪০০ ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনা নিহত হয়। এই অভিযানের প্রতিশোধ নিতে তেল আবিব সরকার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের উপর এক মাস ধরে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। ইসরাইলিদের এই পাশবিকতায় রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের ৪,৮০০ জনই শিশু।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.