বিশ্বকাপে পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। বাংলাদেশে এখন পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে। বাংলাদেশের উপরে রয়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দল। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস দুটি জয় পেলেও আফগানরা জয় পেয়েছে চারটিতে। এরই মধ্যে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে।
যদিও সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ৭ ম্যাচে মাত্র ১ জয়ে সেই স্বপ্ন আগেই ফিকে হয়ে গেছে। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিহে মনে করেন বাংলাদেশের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আছে।
হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় আমরা এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারি। কারণ আমরা এখনও ভালো দল। আমরা জানি এখানে যা করেছি তার চেয়ে আমরা অনেক ভালো দল। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। এমনকি আমরা আমাদের সেরা ক্রিকেটের ধারেকাছেও খেলতে পারিনি। আমরা এখনও বিশ্বাস করি চ্যাম্পিয়ন্স ট্রফির স্পট অর্জন করা সম্ভব।’
বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এশিয়া কাপে ফাইনালে খেললেও শিরোপা ঘরে তুলতে পারেননি তারা। তবে দারুণ পারফরম্যান্সের পর বিশ্বকাপে তাদের ঘিরে ছিল সমর্থকদের বড় স্বপ্ন। তবে সেই স্বপ্নও দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। তাই লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে সতর্ক বাংলাদেশ।
হাথুরুসিংহে বলেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.