সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখায় ফখরকে পুরস্কার দিল পিসিবি

বিশ্বকাপে শনিবারের খেলায় বেঙ্গালুরুতে ডিএল মেথডে কিউইদের ২১ রানে হারিয়েছে পাকিস্তান। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটি ২৫.৩ ওভারে করেছে এক উইকেটে ২০০ রান। ফখরের অসাধারণ সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর আজম।

ম্যাচে ৮১ বলে আটটি চার ও ১১টি ছক্কায় ১২৬ রান তুলে অপরাজিত ছিলেন ফখর। অপরদিকে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬৩ বলে ৬৬ রান তোলেন বাবর। এই দুজনের ইনিংসে ভর করেই শেষপর্যন্ত বৃষ্টি আইনে ম্যাচ জিতে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এই সেঞ্চুরি হাঁকিয়ে দলের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ফখর জামান। অসাধারণ ইনিংস খেলে ইতোমধ্যেই ম্যাচসেরা হয়েছেন তিনি। এবার তাকে এক মিলিয়ন রুপি পুরস্কার হিসেবে দিচ্ছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। ইতোমধ্যেই এই ব্যাপারে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তানের। দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও একটানা হেরেই যাচ্ছিল দলটি। শেষমেশ আবারও জয়ের ধারায় ফিরল বাবরের দল। একইসাথে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল তারা। বর্তমানে আট ম্যাচ চার জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে পাকিস্তান। গতকালের ম্যাচটি তারা জেতায় ভারতের পর বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফিকা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.