রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন সবুজ (৩০) নামে অপর এক গাড়ির চালক । তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ গাড়ির চালকের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। বর্তমানে মেরুল বাড্ডায় থাকেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সবুজের স্ত্রী রাশেদা বলেন, আমার স্বামী অছিম পরিবহন বাসের ড্রাইভারি করে। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠেই আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে বাড়ি খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নেন। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ার সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দগ্ধ হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.