গাজায় ইসরাইলের আরও ৪ সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে শুক্রবার ইসরাইলের আরও ৪ সেনা নিহত হয়েছে। এরমধ্যে দুইজন মেজর রয়েছেন। এছাড়া ৬টি ট্যাংক, ২টি সামরিক যান এবং একটি বুলডোজার ধ্বংস করেছে হামাসের আল-কাসসাম ব্রিগেড। এসব তথ্য জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র আবু উবায়দা।

এর আগে হামাস যোদ্ধাদের হামলায় যেসব ইসরাইল সেনা নিহত হয়েছে তার মধ্যে এক লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। কিন্তু হামাসের বাধার মুখে তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এ পর্যন্ত মোট ২৩ সেনা নিহত হয়েছে বলে ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে।

তবে কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না ইসরাইল।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আবারো ইসরাযইল সফরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরইমধ্যে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অস্থায়ী এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ইসরাইল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

তবে ব্লিঙ্কেনের প্রস্তাব নাকচ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে যাবে না।

গাজা ইসরায়েলের বর্বর হামলায় বিপুল প্রাণহানী এবং ইসরায়েলকে অন্ধ সমর্থন যুগিয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা শুরু হয়েছে। এমনকি দেশটির ভেতরেও এর প্রতিবাদ করছেন তার নাগরিকরা। তারা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এমন অবস্থায় কিছুটা মুখরক্ষার প্রয়োজনে শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েল পৌঁছান অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর, পার্সটুডে, বিবিসি ও জেরুজালেম টাইমস

 

অথসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.