বঙ্গবন্ধু টানেলে বাস-কার সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মারাত্মক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বাসের ধাক্কায় গাড়িটি টানেলের দেয়ালে আঘাত করলে গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে প্রাইভেটকারটি আনোয়ারার দিকে  ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে কারটিকে পিছনে ধাক্কা দেয়। এতে কারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধাক্কা খেয়ে কারটি টানেলের দেয়ালে আঘাত করে। ফলে গাড়িটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মেগা প্রকল্প টানেলের শুভ উদ্বোধন করেন। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর পরথেকেই অভিযোগ পাওয়া যেতে থাকে, গভীর রাতে একদল তরুণ ব্যক্তিগত গাড়ি নিয়ে টানেলে গতির খেলায় মেতে উঠছেন। তারা টানেলটিকে একটি রেসিংয়ের ক্ষেত্রে পরিণত করছেন।

কার রেস ছাড়াও ২৯ অক্টোবর রাত ৩টার দিকে একটি প্রাডো গাড়ি টানেলের আনোয়ারা প্রান্তে ইউভিএসএস (আন্ডারভেহিকেল স্ক্যানিং সিস্টেম) দিয়ে চেক করার ব্যারিয়ারে ধাক্কা দেয়। এতে ব্যারিয়ার ও প্রাডো গাড়ির সামান্য ক্ষতি হয়। এ ঘটনায় টানেল কতৃপক্ষ গাড়িটি জব্দ করে। পরবর্তীতে ১০ হাজার টাকা জরিমানা করে গাড়িটি ছেড়ে দেয় কতৃপক্ষ।

রেসিং সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে টানেল কতৃপক্ষ। এ ঘটনায় কর্ণফুলী থানায় রেসে অংশ নেওয়া ৭টি গাড়ির নম্বর উল্লেখ করে মামলা দায়ের করে তারা।

তারপরও নির্ধারিত গতিসীমার বেশি গতিতে যান চলছিল বঙ্গবন্ধু টানেলে। এ কারণে যে কোনো মূহূর্তে দূর্ঘটনার আশংকা করা হচ্ছির। শেষ পর্যন্ত দূর্ঘটনা একটি ঘটেই গেল।

উল্লেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গাড়ি চলাচলের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিঃ মিঃ। কিন্তু নির্ধারিত গতিসীমা না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.