তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ৪৫ শতাংশ ব্যাংকের

চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক গুলো। অক্টোবর মাসের ভিবিন্ন কার্যদিবসে অনুষ্ঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংকগুলোর মাঝে গত বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ বা ১৫টি ব্যাংকের। লোকসানে আছে ৩টি ব্যাংক।

আয় বৃদ্ধির হার সবথেকে বেশি সাউথইস্ট ব্যাংকের। গত বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ২০০ শতাংশ। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯০ পয়সা। গত বছর যা ছিল ৩০ পয়সা।

এদিকে ব্যাংকগুলোর মাঝে তৃতীয় প্রান্তিকে সবথেকে বেশি শেয়ার প্রতি আয় হয়েছে পূবালী ব্যাংকের। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। গত বছর যা ছিল ২ টাকা ৭৫ পয়সা। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ।

এছাড়াও গত বছরের তৃতীয় প্রান্তিকে ৮ পয়সা লোকসানে থাকা রূপালী ব্যাংক চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) করেছে ৩ টাকা ২৫ পয়সা।

আয় বৃদ্ধির তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো,- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সোস্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

অন্যদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে গত বছরের তৃতীয় প্রান্তিকের সমান শেয়ার প্রতি আয় করেছে এবি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) এবং যমুনা ব্যাংক।

ব্যাংকগুলোর মাঝে গত বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে সবথেকে বেশি আয় হ্রাসের হার আইএফআইসি ব্যাংকের। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা। ব্যাংকটির আয় হ্রাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

নিচে ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চার্ট আকারে প্রকাশ করা হলোঃ

নামইপিএস, ২০২৩ইপিএস, ২০২২বৃদ্ধির হারহ্রাসের হার
ব্র্যাক ব্যাংক১ টাকা ৩৪ পয়সা৯৯ পয়সা৩৫.৩৫%
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)৫৩ পয়সা৪৮ পয়সা১০.৪১%
এবি ব্যাংক১৩ পয়সা১৩ পয়সা০%০%
সোস্যাল ইসলামী ব্যাংক৪৩ পয়সা৩৯ পয়সা১০.২৫%
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক  (এনসিসি ব্যাংক)৮৭ পয়সা৮৭ পয়সা০%০%
ন্যাশনাল ব্যাংক  (এনবিএল)(১ টাকা ৫৫ পয়সা)(৫৭ পয়সা)
রূপালী ব্যাংক১৩ পয়সা(৮ পয়সা)১১৬.২৫%
ইউনিয়ন ব্যাংক৫২ পয়সা৫৬ পয়সা৭.১৪%
যমুনা ব্যাংক৯৪ পয়সা৯৪ পয়সা

(রিস্টেটেড)

০%০%
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক১৯ পয়সা৪০ পয়সা

(রিস্টেটেড)

৫২%
মিডল্যান্ড ব্যাংক২২ পয়সা১৫ পয়সা৪৬.৬৬%
আইএফআইসি ব্যাংক১২ পয়সা৪১ পয়সা৭০.৭৩%
এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক)৩৭ পয়সা৪৩ পয়সা১৬.২১%
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক)(৮ পয়সা)৬৮ পয়সা
গ্লোবাল ইসলামী ব্যাংক৪৪ পয়সা৩৫ পয়সা২৫.৭১%
ওয়ান ব্যাংক১৬ পয়সা১৯ পয়সা১৫.৭৮%
উত্তরা ব্যাংক১ টাকা ৩ পয়সা৬২ পয়সা১০৯.৬৭%
সিটি ব্যাংক১ টাকা ১৬ পয়সা৯৩ পয়সা২৪.৭৩%
ইস্টার্ন ব্যাংক১ টাকা ৫২ পয়সা১ টাকা ২৪ পয়সা২২.৫৮%
ঢাকা ব্যাংক৫৭ পয়সা৬৬ পয়সা১৩.৬৩%
ডাচ-বাংলা ব্যাংক২ টাকা ৩২ পয়সা২ টাকা ৪০ পয়সা৩.৩৩%
মার্কেন্টাইল ব্যাংক৭৮ পয়সা১ টাকা ০১ পয়সা২২.৭৭%
আইসিবি ইসলামিক ব্যাংক(১৭ পয়সা)(১৩ পয়সা)
ট্রাস্ট ব্যাংক১ টাকা ৪০ পয়সা১ টাকা ২৮ পয়সা৯.৩৭%
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক৩৩ পয়সা৩৫ পয়সা৫.৭১%
ইসলামী ব্যাংক বাংলাদেশ৫৯ পয়সা৬১ পয়সা৩.২৭%
সাউথইস্ট ব্যাংক৯০ পয়সা৩০ পয়সা২০০%
স্ট্যান্ডার্ড ব্যাংক১৫ পয়সা১১ পয়সা৩৬.৩৬%
পূবালী ব্যাংক৩ টাকা ২৫ পয়সা২ টাকা ৭৫ পয়সা১৮.১৮%
প্রিমিয়ার ব্যাংক১ টাকা ১ পয়সা৯৩ পয়সা১৮.২৭
প্রাইম ব্যাংক১ টাকা ১২ পয়সা৮৮ পয়সা২৭.২৭
শাহজালাল ইসলামী ব্যাংক৮৬ পয়সা৯২ পয়সা৬.৫২%
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক৩৩ পয়সা৩৫ পয়সা।৫.৭১%

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.