আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য নিবন্ধিত দলগুলোর পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় একজন পথচারীকে সাক্ষী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠি পৌঁছানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বিএনপিকে ইসির চিঠি পৌঁছে দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে কমিশনের একজন অফিস সহকারী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। তালাবদ্ধ কার্যালয়ে কাউকে না পেয়ে তিনি যান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে। সেখানেও কাউকে না পেয়ে আবার ওই কর্মচারী নয়াপল্টনে ফিরে আসেন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.