রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ

অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য। অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ ইতঃপূর্বে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৬ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ এর আগে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পরে ড. শাহেদ জাপানের নাগোইয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো ছিলেন।  ২০১৮ সালে তিনি ‘নতুন চর্যাপদ’ গ্রন্থের জন্য জীবনানন্দ-ভুমেন্দ্র গুহ পুরস্কার, ২০১৯ সালে গবেষণায় বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। এছাড়া ড. শাহেদ বাংলাদেশ জাতীয় যাদুঘরের ট্রাস্টি, ইউনেস্কো জাতীয় কমিশনের সদস্য, বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.