রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে মুগদা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় মিডলাইন পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘মুগদা মেডিক্যাল কলেজের সামনের মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রীবেশে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম মনিরুজ্জামান। আল-আমিন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করে।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আল-আমিন। সেসহ দুই জন ওই বাসে যাত্রীবেশে উঠেছিলেন। বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয় তারা। ঘটনার পরপরই তার অপরসঙ্গী পালিয়ে যায়।’
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.