গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি এই খবর দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজুম জানান, মঙ্গলবার রাতে আমেরিকার তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন।
তিনি বলেন, এই ভবনগুলোতে শত শত নাগরিকের বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইয়াদ আল-বাজুম বলেন, হামলায় অন্তত ৪০০ জন হতাহত হয়েছেন। অনেক দেরি হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে থামানো। পার্সটুডে
🚨FOOTAGE: CHAOS AT JABALIA CAMP – DOCTORS OVERWHELMED https://t.co/s5reLPeJov pic.twitter.com/1P78aEfiBi
— Mario Nawfal (@MarioNawfal) October 31, 2023
A holocaust! #Israel dropped 6 American highly destructive bombs, each of them weighing 1 ton, on one of the most heavily populated blocks in #Gaza.
Jabalya refugee camp is only 1.4 square km, with nearly 60,000 citizens living in it. Most of the camp's houses are shanties.… pic.twitter.com/qd3TU6ZEDh— Quds News Network (@QudsNen) October 31, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.