মুজিববর্ষের গ্রন্থ নিয়ে ইউজিসিতে প্রকাশনা উৎসব

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রকাশিত দু’টি গ্রন্থ নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রকাশনা উৎসব করেছে ইউজিসি।

গ্রন্থ দু’টি হলো- প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষের ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ এবং প্রফেসর ড. মিজানুর রহমানের ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিগদর্শন’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে কমিশন।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর  বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজিসি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই কমিশন গ্রন্থ দু’টি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত গ্রন্থসমূহ থেকে মানের দিকে থেকে এ’দুটি  গ্রন্থ অত্যন্ত চমৎকার হয়েছে। তরুণ প্রজন্ম এ গ্রন্থ দুটি আগ্রহ করে পড়বে বলে তিনি বিশ্বাস করেন। তরুণরা বঙ্গবন্ধুর চিন্তা, শিক্ষাদর্শন সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষাকে আত্মনির্ভর করতে হবে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সরকারকে বেশি নজর দিতে হবে।

লেখকদ্বয় তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে।  তারা তরুণদের বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনা অনুসরণের আহ্বান জানান।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.