গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিকদের বিরুদ্ধে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন তারা।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে কোনাবাড়ি ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে একজন শ্রমিক মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

পরে তারা আশপাশে ভাঙচুর করে। তারা গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করে। একপর্যায়ে কোনাবাড়ি এবিএম কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আন্দোলনরত শ্রমিকরা প্রথমে যমুনা ফ্যাশনে আগুন দেয়। পরে এবিএম কারখানায় আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.