কক্সবাজারে এসআইবিএল’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক একটি গণমানুষের ব্যাংক। আমরা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে ব্যাংকের সেবা প্রদান করছি এবং সম্প্রতি আমরা অনেকগুলো সেবাপণ্য তাদের সুবিধার কথা ভেবে চালু করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিনিয়র সিটিজেন ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাব। এর বিপরীতে আকর্ষণীয় মুনাফা প্রদান করা হয়। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রবাসী বাংলাদেশী, হকার ও ড্রাইভারদের জন্য নানা সুবিধা সম্বলিত সঞ্চয়ী হিসাব চালু করেছে উল্লেখ করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ সকল সুবিধা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

এসআইবিএল চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.