ব্যাংক লেনদেনে হরতালের প্রভাব

বিএনপি ও জামায়াতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েছে ব্যাংক লেনদেনে। রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক। ব্যাংকগুলো সকাল থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। তবে অন্যান্য দিনের চেয়ে গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম।

রোববার (২৯ অক্টোবর) সকালে ব্যাংকপাড়া ম‌তি‌ঝিল, দিলকুশা, ফ‌কি‌রাপুল, দৈ‌নিক বাংলা ঘু‌রে এ চিত্র দেখা গেছে।

বেলা ১২টা পর্যন্ত গ্রাহকদের আনাগোনা লক্ষ্য করা যায়নি দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালীতে। ব্যাংকটির মতিঝিলে প্রধান শাখার নিচতলায় দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন হয়। অন্যান্য কার্যদিবসে গ্রাহকদের যেই ভিড় এবং চাপ থাকে তা দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, দুই একজন করে গ্রাহক আসছেন ব্যাংকে। এদের প্রায় সবাই আসছেন পে-অর্ডার বা অফিসিয়াল কাজে। চেক ক্লিয়ারিং এর তেমন কোনো গ্রাহক এখনো পাননি বলে জানান শাখায় দায়িত্বরত একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি অর্থসূচককে বলেন, স্বাভাবিক দিনের তুলনায় গ্রাহক নেই বললেই চলে। আমাদের ব্যাংকে সাধারণত প্রতিটি দিনই মানুষের ভিড় থাকে। বিশেষত, সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবসে প্রচন্ড চাপ থাকে। আজ অবস্থা ভিন্ন। হরতালের প্রভাব কিনা জানি না।

এদিকে একই অবস্থা রুপালী ও অগ্রণী ব্যাংকের। এ ব্যাংক দুটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজকে গ্রাহক চাপ নেই। অল্প কয়েকজন গ্রাহক আসছেন ব্যাংকে। এদের মধ্যে প্রায় সবাই ডলার কিনতে চাচ্ছেন। তাদেরকে খালি হাতেই ফিরতে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় কর্মকর্তারা আজ খোশমেজাজে রয়েছেন। গল্প আর আড্ডাতে কাঁটছে দিন গ্রাহক চাপ না থাকায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.