ডেমরায় বাসে আগুনে হেলপার নিহত, চালক দগ্ধ

রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় একটি বাসে দুর্বৃত্তদের আগুনে ঘুমিয়ে থাকা হেলপার মো. নাঈম (২২) দগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাসচালক।

রবিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। দগ্ধ বাসচালকের নাম রবিউল ইসলাম (২৫)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নাঈমের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ভোররাত রাত ৩টার দিকে ওয়াসিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় চালক ও হেলপার বাসটিতে ঘুমাচ্ছিলেন। রবিউলের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নাঈমের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওসি জানান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.