বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ রবিবার সকাল থেকেই বিএনপির মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান করছিল বলে জানা গেছে।
এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান করছে।
সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.