হরতাল আতঙ্কে ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত

নির্বাচনের সময় যত কমে আসছে মানুষ ততই আতঙ্কিত হচ্ছে। আজকে শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকে ও বাণিজ্যিক ব্যাংকগুলোর বুথে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আগামীকাল সারাদেশে দিনভর হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের (২৯ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক পরীক্ষা স্থগিতের  তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ সারাদিন ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের শাপলা চত্বরে জামায়েত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়। এমন পরিস্থিতিতে অধিকাংশ ব্যাংকের বুথ বন্ধ রয়েছে। পাশাপাশি আংশিক  খোলা ব্যাংকের বুথে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে।

এর আগে ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও দলটির নেতা কর্মীরা আরামবাগ মোড়ে মহাসমাবেশ করে। এরপর শান্তিপূর্ণভাবে তারা সমাবেশস্থল ত্যাগ করেন।

তবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিলো। তবে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাপে ধাপে ব্যাপকহারে সংঘর্ষ হয়। এর ফলে রাজধানীর বিজয়নগর পানির টাঙ্কির কাছে বিকেলে এক পুলিশ সদস্য নিহত হন।

এরপর সমাবেশস্থলে আর টিকে থাকতে পারেনি বিএনপির নেতা-কর্মীরা। নেতাদের বক্তব্যের মাঝপথেই মহাসমাবেশ পণ্ড করে দোওয়া হয়। তখন দলটির নেতারা আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দেন।

আজকের সমাবেশ ঘিরে জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছিলো। কালকের হরতালের ডাক নিয়েও চলছে নানা আলোচনা। আলোচনায় বাদ থাকেনি মতিঝিলের ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশ এতদিন শান্ত ছিলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসার ফলে মিছিল-মিটিং বাড়ছে। কালকে আবার হরতালের ডাক দিয়েছে। এর ফলে মতিঝিলে অফিস করতে যাওয়া নিয়ে এখন কিছুটা চিন্তা করতে হচ্ছে। আজকেও বিভিন্ন গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা অনেক চিন্তিত।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মচারীদের মধ্যে কাজের তোড়জোড় রয়েছে। শুক্রবার সকাল থেকে অধিকাংশ কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের চারদিকে পাহারার দায়িত্বে রয়েছে।

 

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.