আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে? সব রেডি? ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। লাঠিসোঁটা, রড নিয়ে এরা মাঠে নেমেছে। চালের বস্তা, আটার বস্তা, ডালের বস্তা নিয়ে আজকে ওরা..। এরা ফাউল করছে। এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনও আপস নেই। এরা দুর্নীতিবাজ, অর্থপাচারকারী। এদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হেবে ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে লুটপাট, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সামনে কোয়ার্টার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। প্রস্তুত? ঐক্যবদ্ধ? সবাই ঐক্যবদ্ধ? এতে একমত নই আমি। একজন আরেকজনকে ঠেকাচ্ছে। এই ঠেকানোটা বন্ধ করতে হবে।’

শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা তাহলে হবে। খেলা আর বন্ধ হবে না। ফাউল করলে লালকার্ড। নিজেরা আবার পালিয়ে যাবেন না। ওদের পালাতে বাধ্য করবো, এই শপথ আমরা নিয়েছি। আজকের উন্নয়নের মহাযাত্রায় তাদের আন্দোলনের মহাযাত্রা কর্ণফুলী নদীতে বঙ্গোপসাগরে ভেসে যাবে।’

দলের নেতাকর্মীদের সতর্ক করে কাদের বলেন, ‘প্রত্যেকের রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। যারা বাজে সমালোচনা করবেন তাদের খোঁজখবর আমরা নিচ্ছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে তো খেলায় জিতবেন না। দ্বিতীয় মুক্তিযুদ্ধে এখন আমরা অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। কারণ বিজয়কে আমরা এখনো সংহত করতে পারিনি। আবার খারাপ সময় আমাদের ভাগ্যাকাশে এসেছে। আবারও একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে। যার নেতৃত্বে আমির খসরু ও ফখরুল মূল কারিগর। এরা এই শয়তানদের নেতা। যারা শয়তানি করছে দেশের বিরুদ্ধে। জ্বালা কেন? এত জ্বালা? টানেল দেখে জ্বালা?’

বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, ‘লজ্জা করে না। এদের লজ্জা নেই। আমির খসরু বলে রূপপুর বন্ধ করে দেবে। ফখরুল বলে বন্ধ করে দেবে। তাই আমি বলেছি, এত টাকা দিয়ে এনেছি এগুলো কি তোমাদের মাথায় ঢালবো? কী চরম হিংসা!’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি কোনও দিন বিপর্যয় আসে। বিপদও আসে তখনও বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বেঁচে থাকবে। আল্লাহ আমাদের দুটি নেয়ামত দান করেছেন। একজন বঙ্গবন্ধু, অন্যজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশ যতদিন থাকবে, এ দুজন মানুষ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। কারণ দেশের জন্য তারা নিজেদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে গেছেন, যাচ্ছেন। একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.