বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেন্সে ৩৩ বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অর্থাৎ ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শেখ মেহেদী। বাদ পড়লেন হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ।
বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে সাকিবের দল। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে সাকিব বাহিনী।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.