রাজধানীর কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় শুরু হয়।
আজ বেলা দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। একই সময়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।
এদিকে লোকসংগীত শিল্পী প্রীতি সরকারের কণ্ঠে ‘জয় বাংলা বলিয়া’ গান দিয়ে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ সরব হয়ে ওঠে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এখন চলছে সাংস্কৃতিক আয়োজন।
এর আগে, সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নেতাকর্মীরা ব্যানার-প্লাকার্ড ও পতাকা নিয়ে আসছেন সমাবেশে।
অপরদিকে বিএনপির সমাবেশ বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে অবস্থান নেয় দলটির নেতা-কর্মীরা। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। মহাসমাবেশে আসা নেতা-কর্মীদের অনেকে মাথায় কালো কাপড় বেঁধে এসেছেন। কারও কারও হাতে প্লাস্টিকের কাটা পাইপ দেখা গেছে।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জামায়াতের নেতা-কর্মীদের সংখ্যা বাড়ছে। তাঁরা সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে জামায়াতের নেতা-কর্মীদের আরামবাগ মোড় পার হতে দিচ্ছে না পুলিশ। আরামবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে।
পুলিশ আরেকটি ব্যারিকেড দিয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে। এ ছাড়া এলাকাটিতে সকালেই জলকামান ও দাঙ্গা মোকাবিলার গাড়ি (রায়ট কার) এনে রেখেছে পুলিশ। এলাকাটিতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.