বিশ্বকাপ আসরের মাঝখানে দলকে ফেলে রেখে ভারত থেকে ঢাকা চলে এসে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের দাবি, নিজের পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনের জন্য ঢাকায় এসেছেন তিনি।
তবে সাকিবের এ বক্তব্য সমালোচকদের মুখ বন্ধ রাখতে পারেনি। অনেকেই এর পেছনে অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন। এমনও কথা রেটেছে, তিনি অনুশীলনের আড়ালে একটি শুটিংয়ে অংশ নেওয়ার জন্যই এভাবে দলক ফেলে রেখে চলে এসেছেন।
বিশ্বকাপ তো দূরের কথা, অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালে টিমকে ফেলে রেখে অনুশীলনের নামে অধিনায়কের দেশে চলে আসার উদাহরণ নেই বললেই চলে। আর এ কারণেই বিষয় এত আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন সাকিবের পাশে দাঁড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এ সদস্য সাকিবের অনুশীলনের বিষয়টির প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কলকাতায় এই কথা বলেন তিনি। বলেছেন, ‘আমি মনে করি না এটা দলের মধ্যে কোন প্রভাব ফেলেছে। উনি ফেরার পর আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। তিনি ঢাকা ফিরেছিলেন নিজের কিছু কিছু জায়গায় উন্নতি করতে। তিনি আসলে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারছেন না। এ কারণেই ব্যাটিং বিশেষ কিছু কাজ করতে উনি গিয়েছিলেন। যেটা আমরা সতীর্থরা অবশ্যই সমর্থন করি। কারণ উনি ম্যানেজমেন্ট ও বিসিবি’র সঙ্গে কথা বলেই গেছেন। তাছাড়া পরশু রেস্ট ডে ছিল। কাল (পরশু) যখন অফিসিয়াল ট্রেনিং করেছি এখানে ততক্ষণে তিনি কিন্তু চলে এসেছেন। আমাদের কোন সমস্যা হয়নি উনি না থাকায়।
ভারতের সবচেয়ে পুরোনো স্টেডিয়াম ইডেন গার্ডেনস নেদারল্যান্ডসের বিপক্ষে কাল (শনিবার) খেলতে নামা প্রসঙ্গে তাসকিন আরো বলেন, ‘এখানে বিশ্বকাপের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। সুতরাং উইকেট সম্পর্কে সেভাবে ধারণা নেই। তবে আশা করবো একটা স্পোর্টিং উইকেটই পাওয়া যাবে। ২০১৬ তে দেখেছি এটা অনেক ভালো ব্যাটিং ট্র্যাক ছিল। আউটফিল্ডও অনেক ফাস্ট ছিল। আশা করছি এই উইকেট থেকে বোলিং-ব্যাটিং দুই বিভাগই খানিকটা সহায়তা পাবে।‘
উল্লেখ, গত পরশু (২৫ অক্টোবর) সাকিব আল হাসান ভারত থেকে হঠাৎ ঢাকায় ফেরেন। ঢাকায় ফিরে তিনি কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথে দু’দিন অনুশীলন করেন। বৃহস্পতিবার তিনি ভারত ফিরে যান।
এদিকে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গারডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজেরা। এর আগের ম্যাচগুলোতে বাজে পারফরম্যান্সের কারণে পুরো দলই চাপে আছে। এখন দেখার বিষয় অনুশীলনে সাকিবের পারফরম্যান্সে কতটা উন্নতি দেখা যায়, আর তাতে উজ্জীবিত হয়ে দল ঘুরে দাঁড়াতে পারে কি-না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.