আমি সব-সময় মনে করি বাংলাদেশ ভারতের একটা অংশ: সোনাল চৌহান

আজ থেকেই ভারতের বেনারসে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘দরদ’ সিনেমার শুটিং। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজিত এ সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের। অভিষেকেই নায়িকা হিসেবে পাচ্ছেন ‘জান্নাত’ খ্যাত সোনাল চৌহানকে।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার মুম্বাই পাড়ি দেন শাকিব খান। এরপর গতকাল বুধবার মুম্বাইয়ের একটি হোটেলে অংশ নেন সংবাদ সম্মেলনে। সেখানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, পরিচালক অনন্য মামুন, প্রযোজক গোলাম কিবরিয়া লিপুসহ ভারতীয় প্রযোজকরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘দরদ’ ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছবিটি নিয়ে কথা বলার পাশাপাশি দুই দেশের মধ্যকার সিনে-সম্পর্ক নিয়েও আলাপ করেছেন শাকিব-সোনাল।

সম্মেলনের শুরুতেই ‘দরদ’ সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানান সোনাল চৌহান। তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য; ছবিটির চিত্রনাট্য সত্যিই চমৎকার। আমি যতবার এটা পড়েছি, তত মুগ্ধ হয়েছি। আমি বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেই সূত্রে বরাবরই বলি, সিনেমার কোনও নির্দিষ্ট ভাষা হয় না। এটা কেবল নির্মাতার গল্প বলার একটি মাধ্যম। আর আমরা অভিনেতা-অভিনেত্রীও সেই মাধ্যমের অংশ।’

সোনালের পাশে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খানও। বলিউডে প্রথমবার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ, তাই স্বভাবতই কিছুটা নার্ভাস ছিলেন এই শীর্ষ নায়ক। হিন্দি এবং ইংরেজি মিলিয়ে শাকিব বললেন, ‘আসলে আমি বুঝতে পারছি না, কী বলা উচিত, কী উচিত না। তবে একটি বিষয় অবশ্যই বলতে চাই, এটা একটি ইউনিক ছবি হবে। এর গল্পটা খুব সুন্দর। আমরা আশা করছি মানুষ ছবিটা পছন্দ করবে। আর এটা আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সুতরাং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি।’

শাকিবের কথার রেশ ধরে সোনাল চৌহান বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে, এটা ভারত-বাংলাদেশের একটা যৌথ সিনেমা। আমরা ভারতীয়রা তো সবসময় মনে করি, বাংলাদেশ আমাদের দেশেরই একটা অংশ। আশা করছি এটা সুন্দর একটা অভিজ্ঞতা হবে।’

‘দরদ’ ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। শাকিব-সোনাল ছাড়াও এতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, রাহুল দেব, বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী ও বলিউডের রাজেশ শর্মাসহ আরও অনেকে।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.