গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এইমস সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৬৪ পয়সা।

উল্লেখ, ফান্ডটির যাত্রা শুরু হয় গত ১৯ মার্চ, ২০২৩ তারিখে এবং তদনুসারে এই ঘোষিত লভ্যাংশ প্রাথমিক ইউনিটহোল্ডারদের জন্য বার্ষিক ৯ দশমিক ৩১ শতাংশ রিটার্নের সমতুল্য।

অর্থসূচক/এমআর/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.