কোনো বিদেশির কথায় বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, লন্ডন, আমেরিকা, জাপান, ভারতের কথায় এ দেশ চলবে না। এ দেশ চলবে বাঙালিদের কথায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন একজন বাঙালি; তার কথায় এ দেশ চলবে।
তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে। কে এলো আর কে এলো না তা আমাদের দেখার বিষয় নয়। কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে প্রায় ৬শ কৃষকের মধ্যে সার বীজসহ কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ ভাগ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহবান জানাই।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.