মাহমুদউল্লাহকে অপচয় করছে বাংলাদেশ: মিসবাহর

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাওয়া নিয়ে ছিল ধোঁয়াশা। দল ঘোষণার পর অবশ্য সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। যদিও তার ব্যাটিং পজিশন কি হবে তা নিয়ে প্রতি ম্যাচেই থাকে উৎকণ্ঠা। কোনো দিন তাকে ৮ নম্বরে ব্যাট করতে হয়েছে। কোনদিন আবার ৭ নম্বরে। দলের প্রয়োজনে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি খেলেছেন ৬ নম্বরে। দলের বিপর্যয়ে ব্যাটিং করতে নেমে ১১১ রানের ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। এ নিয়ে আইসিসির টুর্নামেন্টে চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

তার মতো অভিজ্ঞ একজন ব্যাটারকে বাংলাদেশ দল ৭-৮ নম্বরে খেলিয়ে অপচয় করছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। ‘এ স্পোর্টস’–এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে মিসবাহ বলছেন, ‘অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। আজ (গতকাল) পেসের বিপক্ষে মাহমুদউল্লাহকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তাঁর তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’

গত কয়েক বছর ধরেই মাহমুদউল্লাহকে ফিনিশার হিসেবে খেলাচ্ছে বাংলাদেশ। যদিও বেশিরভাগ সময়ই তার দায়িত্ব হয় বিপর্যয়ে পড়া বাংলাদেশের সংগ্রহকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। মিডল অর্ডার ব্যাটারদের নিয়মিত ব্যর্থতার পরও তাকে কেন উপরে খেলানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রেখেছেন মিসবাহ। তিনি বলেন, ‘সাত নম্বরে নামার আগে ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে তাকে আরও ওপরে ব্যবহার করা উচিত। বুঝতে পেরেছি আপনি তাকে ফিনিশারের ভূমিকা দিয়েছেন। কিন্তু দলের প্রয়োজন হলে কেন সেটা আপনি পরিবর্তন করবেন না? যেভাবে আজকে শট খেলছে, পিকআপ শট, এক্সট্রা কাভারের ওপর ছক্কা, মাহমুদউল্লাহ পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, আর অভিজ্ঞও।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.