মন থেকে চাইছিলাম রিয়াদ ভাই এমন কিছু করুক: ইমরুল

সাউথ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ এই ইনিংসের মাহত্ম কম নয়। কারণ বিশ্বকাপের আগে ৬ মাস জাতীয় দলেই জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। এক সময় তো জাতীয় দলে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।

যদিও নিজেকে তৈরি রেখে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন মাহমুদউল্লাহ। সেই সিরিজেই ৪৯ ও ২১ রানের ইনিংসে বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যান তিনি। এই বিশ্ব আসরে তিন ম্যাচে সুযোগ পেয়ে ৪১*, ৪৬ ও ১১১ রানের ইনিংস খেললেন তিনি।

তার এক সময়ের জাতীয় দলের সতীর্থ ইমরুল কায়েস জানিয়েছেন , ‘অবশ্যই ভালো লাগছে। মন থেকেই চাইছিলাম রিয়াদ ভাই বিশ্বকাপে এমন কিছু করুক। আমরা মন থেকে রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করেছি। উনি যাওয়ার আগে যে বিতর্কগুলো তৈরি হয়েছিল দলে থাকবে কি থাকবে না। তার সঙ্গে আমি প্রিমিয়ার লিগে খেলেছি। তার মানসিক অবস্থাটাও দেখেছি।’

মাহমুদউল্লাহকে নিয়ে এখানেই প্রত্যাশার ইতি টানছেন না ইমরুল। তার ভাষ্য, ‘তিনি খুবই হতাশ ছিলেন জাতীয় দল থেকে যখন বাদ পড়েন। তখন থেকে রিয়াদ ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়গুলো নিয়ে। কিন্তু আমি সত্যি খুব খুশি যে গতদিন স্যারও বলেছে (মোহাম্মদ সালাহউদ্দিন) আমরা দোয়া করি যেন রিয়াদ ভালোভাবে খেলে আসতে পারে। আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই সেটা করেছে এবং সেঞ্চুরি করেছে। দোয়া করি যেন আরও একটি একশো করতে পারে ওখানে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.