নওয়াজ শরিফের সাজা স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতি মামলার সাজা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির তথ্যমন্ত্রী আমির মীর জানান, পাঞ্জাব মন্ত্রিসভায় ৪০১ ধারার অন্তর্ভুক্ত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার সময় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নিজেই নেবে। বিষয়টি নিয়ে এমন দিনে পাঞ্জাব প্রদেশের মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যেদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধানের একাধিক মামলার শুনানি ছিল।

আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন। প্রত্যাশা মতো তার আগে দেশে ফিরেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল তার। এরপর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চারবারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই গত শনিবার দেশে ফেরেন তিনি।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.