বাইডেনের বক্তব্য ‘প্রতিক্রিয়াশীল ও গণতন্ত্র-পরিপন্থি’: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ইসরাইল-পন্থি এক বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল ও গণতন্ত্র-পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে দখলদার ইসরাইল সরকারের অবৈধ অস্তিত্বের বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছে।

রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক তেল আবিব সফরের সময়কার এক বক্তব্যের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি বহুকাল ধরে বলে এসেছি, যদি ইসরাইলের অস্তিত্ব না থাকত তাহলে আমাদেরকে এ ধরনের একটি রাষ্ট্র সৃষ্টি করতে হতো।

বাইডেনের এ বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল, গণতন্ত্র-বিরোধী ও অমানবিক’ উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিনীদেরকে অবশ্যই এ প্রশ্নের জবাব দিতে হবে যে, কোন আন্তর্জাতিক আইন, চুক্তি বা বিধান এ ধরনের বক্তব্য অনুমোদন করে?

পশ্চিমা-সমর্থিত এক যুদ্ধে ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে ইসরাইল নাম রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল আরো কিছু ভূখণ্ড দখলে নেয়। তখন থেকে এই দখলীকৃত ভূখণ্ডে শত শত অবৈধ ইহুদি বসতি গড়ে তুলেছে তেল আবিব। অন্যদিকে এই ৭৫ বছরে হাজার হাজার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইসরাইল সেনারা।

প্রেসিডেন্ট রায়িসি আরও বলেন, বাইডেনের মন্তব্যকে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশের জন্য একটি ‘সতর্ক বার্তা’ হিসেবে বিবেচনা করতে হবে। কারণ এ ধরনের মন্তব্য এই সত্যের ইঙ্গিত দেয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ইহুদিবাদী শাসন রক্ষা করা সাধারণ মানুষের জীবন, বিশেষ করে নারী ও শিশুদের জীবন রক্ষা করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.